Site icon Jamuna Television

ব্যাংক ডাকাতির ঘটনায় আতঙ্কিত ব্রাজিলের ক্রিসিউমা শহর

ব্যাংক ডাকাতির ঘটনায় আতঙ্কিত ব্রাজিলের ক্রিসিউমা শহর। মঙ্গলবার ভোরে, দেড় লাখ ডলার লুট করে দুর্বৃত্তরা।

পুলিশের বক্তব্য, ৩০ সদস্যের ছিলো ডাকাত দলটি। খবর পেয়ে, নিরাপত্তা বাহিনী তাড়া করলে; এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু করে দলটি। এসময়, দলটি কয়েকটি বোমারও বিস্ফোরণও ঘটায়। যাতে, দু’জন আহতের একজন পুলিশ সদস্য।

একপর্যায়ে নিজেদের বিপদমুক্ত করার জন্য এক ব্যক্তিকে জিম্মিও করে দলটি। সেসময়, ছড়িয়ে পড়ে বিপুল অংকের অর্থ। যা, কুড়িয়ে নেন স্থানীয়রা। ডাকাত দলের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

Exit mobile version