Site icon Jamuna Television

ট্রাম্পের দাবি অনুযায়ী নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ পায়নি মার্কিন বিচার বিভাগ

ছবি: সিএনএন।

ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী নির্বাচনে ভোট জালিয়াতির কোনো প্রমাণ পায়নি মার্কিন বিচার বিভাগ। মঙ্গলবার এ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।

উইলিয়াম বার বলেন, বিচার বিভাগ ও জাতীয় নিরাপত্তা বিভাগের তদন্তে, কারচুপির এমন কোনো তথ্য বা প্রমাণ মেলেনি যার ভিত্তিতে ভোটের ফল পাল্টে যেতে পারে। গত মাসে ভোটে অনিয়ম সংক্রান্ত যেকোনো যৌক্তিক অভিযোগ আমলে নিয়ে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল।

এরপর এর প্রতিক্রিয়া জানতে গিয়ে ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেন, পূর্ণাঙ্গ তদন্ত ছাড়াই বার এ ধরণের মন্তব্য করেছেন। বারের বক্তব্য ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।

তবে বারের এমন মন্তব্যের জন্য তাকে পদ থেকে সরিয়ে দিতে পারেন ট্রাম্প, এমন আশঙ্কা জানিয়েছে ডেমোক্র্যাট শিবির।

মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন উইলিয়াম বার। যেহেতু তিনি বলেছেন নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি; তাই তাকে কিংবা তদন্তকারীদের যে কাউকে পদ থেকে সরিয়ে দিতে পারেন ট্রাম্প।

Exit mobile version