Site icon Jamuna Television

মুশফিকের চোখে অনন্য লিটন

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছে জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। গাজীগ্রুপ চট্টগ্রামের হয়ে গেল তিন ম্যাচে ব্যাটিং দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। চতুর্থ ম্যাচেও রাজশাহীর সাথে ৫৩ বলে খেলেছেন ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন। যেখানে চার ছিলো ৯ টি আর চক্কা একটি।

এমনিতেও লিটন বেশ ক্লাসিক ব্যাটিং করে এমন কথা প্রায়ই শোনা যায় ক্রিকেট পাড়ায়। তবে গাজীগ্রুপ চট্টগ্রামের হয়ে ৭৭ রানের যে ইনিংসটি খেলেছে সেটি নিয়ে নিজের ফেসবুক পেইজে মুশফিক বলেছেন- পেজে লিটন বাংলাদেশের অন্যতম ক্লাসিক ব্যাটসম্যান।

তিনি তার স্ট্যাটাসে বলেন লিটন একজন মিলয়ন ডলার ম্যান। যার ব্যাটিং-এর কোন তুলনা হয় না। স্ট্যাটাসে তিন লিটন যেন এভাবেই এগিয়ে যেতে পারে সে প্রার্থনাও করেন।

Exit mobile version