Site icon Jamuna Television

আফগানিস্তানের নিরাপত্তার জন্য বিদেশি সেনাদের উপস্থিতি প্রয়োজন: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

সেনাসদস্য প্রত্যাহারের মাধ্যমে ন্যাটো সামরিক জোট আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া ঝুঁকির মুখে ফেলতে পারে না বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি আফগানিস্তানের নিরাপত্তার জন্য হলেও সেখানে বিদেশি সেনাদের উপস্থিতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, সেনা প্রত্যাহারের মতো অপরিপক্ক একটি সিদ্ধান্তের কারণে ঝুঁকিতে পড়বে আফগান শান্তি প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছি আমরা। কারণ- তালেবান কিভাবে প্রতিক্রিয়া জানাবে- সেটা এখনো অস্পষ্ট। আফগানিস্তানের নিরাপত্তার খাতিরে হলেও, দেশটিতে বিদেশি সেনা উপস্থিতি প্রয়োজন।

Exit mobile version