Site icon Jamuna Television

খুলনা বিভাগের ১০ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

খুলনা বিভাগের ১০ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

পাবনার ঈশ্বরদীতে সাব স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে রাতে খুলনা বিভাগের ১০ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে ঈশ্বরদী প্রান্তে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে একঘণ্টা পর বিকল্প লাইনে খুলনা কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়। ফলে খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া জেলাগুলোতে স্বাভাবিক হতে শুরু করে বিদ্যুৎ সরবরাহ।

এদিকে পর্যায়ক্রমে ও দ্রুততম সময়ের মধ্যে সকল গ্রিড সচল করার কথা জানিয়েছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি।

Exit mobile version