Site icon Jamuna Television

‘বঙ্গবন্ধুর প্রতিকৃতির যারা বিরোধিতা করছে বুকের রক্ত দিয়ে তাদের প্রতিরোধ করা হবে’

বঙ্গবন্ধুর প্রতিকৃতির যারা বিরোধিতা করছে বুকের রক্ত দিয়ে তাদের প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়দ পরিষদ। ভাস্কর্যের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত ধোলাইপাড় এলাকা পাহারা দেওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে সম্পন্ন করার দাবিতে সংবাদ সম্মেলনে করে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানায় সংগঠনটি। একইসাথে তারা জেলায় জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য করার দাবিও জানায়।

তারা বলে, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী।

এসময় সংগঠনের নেতা ড. মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। দাবি করেন, সম্পূর্ণ রাজনৈতিক কারণেই একটি গোষ্ঠী ভাস্কর্যের বিরোধিতা করছে। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলে ১৭৮ সদস্যের বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ গঠিত হয়।

Exit mobile version