Site icon Jamuna Television

বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার কথা জানালো জাপান

ছবি: ইন্টারনেট।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সাথে জাপানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেনকে লেখা এক বার্তায় জাপান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মোতেগি তোশিমিৎসু’র সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ওই বার্তায় ড. মোমেন করোনা আক্রান্ত হওয়ায় তার প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী গভীর সমবেদনা জানান এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

Exit mobile version