Site icon Jamuna Television

দশ বছর পর ফের চালু হচ্ছে নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প

হাইকোর্ট রিট খারিজ করায় দশ বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে নীলফামারীর বহুল প্রত্যাশিত বুড়ি তিস্তা সেচ প্রকল্প। চলতি মৌসুমেই ৬০৬ একর জমিতে করা যাবে আবাদ।

বৃহস্পতিবার রাত ৯টায় পানি উন্নয়ন বোর্ডের রংপুরস্থ উত্তরাঞ্চলীয় অফিসের হল রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।

তিনি বলেন, ১৯৬০ সালে শুরু হওয়া এই প্রকল্পে ১৯৬৮ সাল থেকে খরিপ-২ মওসুমে ২ হাজার ২৩২ হেক্টর জমিতে সেচ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে প্রকল্পের সামনে ১ হাজার ২১৭ একর জমির জলাধার লিজ দেয়া হলে ২০১০ সালে দুলাল নামর এক মৎস্যজীবী হাইকোর্টে রিট পিটিশন করেন। দীর্ঘ আইনী লড়াই শেষে বৃহস্পতিবার হাইকোর্ট রিটটি খারিজ করে দেয়ায় প্রকল্পটি চালু রাখতে আর কোন বাঁধা থাকলো না।

প্রধান প্রকৌশলী আরও বলেন, প্রকল্পটি চালুর জন্য ১২০ কোটি ৭০ লাখ টাকার একটি ডিপিপি পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। এবছর ৬০৬ একর জমিতে সেচ প্রদান করা সম্ভব হবে। আগামী বছর থেকে ২ হাজার ২৩২ হেক্টর জমিতেই সেচ দেয়া সম্ভব হবেও বলে জানান তিনি।

Exit mobile version