Site icon Jamuna Television

পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসলো আজ

পদ্মা সেতুতে আজ ৪০তম স্প্যান বসানো হলো। এরফলে সেতুটিতে আর মাত্র ১টি স্প্যান বসানো বাকি।

৪০তম স্প্যান বসানোর ফলে সেতুটির ৬ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। বেলা ১১টার দিকে ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হয় ৪০ তম স্প্যানটি। এর আগে সকাল ৯টায় মাওয়া-কুমারভোগ কন্সট্রাকশন থেকে স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন। এটি পিলারের কাছে নিতে সময় লাগে প্রায় ৪০ মিনিট।

একেবারে মাঝ নদীর পিলারে বসানো হয়েছে এই স্প্যান। আগামী সপ্তাহে শেষ স্প্যানটি স্থাপনের পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের।

Exit mobile version