Site icon Jamuna Television

যুক্তরাজ্যে পৌঁছালো ফাইজার-বায়োএনটেকের প্রথম ব্যাচের ভ্যাকসিন

যুক্তরাজ্যে পৌঁছালো ফাইজার-বায়োএনটেকের প্রথম ব্যাচের ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে অগ্রাধিকারের ভিত্তিতে টিকাপ্রদান কর্মসূচি।

ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল কর্মকর্তা ভ্যান ট্যাম জানান এ তথ্য। তিনি বলেন, অপ্রকাশিত ভ্যাকসিন হাব- এ নিয়ে যাওয়া হয়েছে টিকাগুলো। সেখান থেকেই হাসপাতাল ও টিকা কেন্দ্রগুলোয় সেসব বণ্টন করা হবে।

ভ্যান ট্যাম বলেন, দ্রুততম সময়ে সর্বাধিক ভ্যাকসিন সরবরাহের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে।

মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান- ফাইজার এবং জার্মান ওষুধ নির্মাতা প্রতিষ্ঠা-বায়োএনটেকের কাছ থেকে ৪ কোটি ডোজ টিকা কিনেছিলো যুক্তরাজ্য। যা, ২১ দিনের ব্যবধানে দুটি ডোজের হিসাবে প্রয়োগ করা যাবে দুই কোটি মানুষকে। তবে, মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেসব সংরক্ষণ করাই মূল চ্যালেঞ্জ।

Exit mobile version