Site icon Jamuna Television

বাংলাদেশের মাটিতে মৌলবাদের কোনো স্থান নেই: যুবলীগ চেয়ারম্যান

বাংলাদেশের মাটিতে মৌলবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শুক্রবার সকালে বনানী কবরস্থানে তার পিতা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, শেখ মনির স্বপ্ন বাস্তবায়নে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সচেষ্ট যুবলীগ।

এসময় শেখ মনির আরেক সন্তান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বঙ্গবন্ধুর নির্দেশেই যুবলীগ প্রতিষ্ঠা করেন তিনি। তার আদর্শ বুকে ধারণ করে সকলকে কাজ করার আহ্বানও জানান তিনি।

Exit mobile version