Site icon Jamuna Television

উৎপাদনের জন্য ব্রাজিল পৌঁছেছে সিনোভ্যাক’র ৬শ’ লিটার করোনার ভ্যাকসিন

ব্রাজিলে উৎপাদনের জন্য পৌঁছেছে চীনের সিনোভ্যাক কোম্পানির ৬শ’ লিটার করোনার ভ্যাকসিন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সাওপাওলো বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনবাহী বিমানটি।

এক বিবৃবিতে বলা হয়, চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি এ টিকার কয়েক কোটি ডোজ প্রস্তুত করা হবে ব্রাজিল। এ দিন পৌঁছানো ভ্যাকসিন থেকে কমপক্ষে ১০ লাখ ডোজ প্রস্তুত করা সম্ভব হবে জানায় চীনা প্রতিষ্ঠানটি।

ব্রাজিল বলছে, তারা এরই মধ্যে ১ লাখ ২০ হাজার ডোজ মানব শরীরে প্রয়োগের জন্য প্রস্তুত করে রেখেছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬০ লাখ ডোজ। এবং ১৫ জানুয়ারির মধ্যে আরও ৪ কোটি ডোজ উৎপাদন করতে চায় দেশটি।

Exit mobile version