Site icon Jamuna Television

ভাসানচরের পথে রোহিঙ্গাবাহী জাহাজ

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের দ্বিতীয় দফায় আজ শুক্রবার ভাসানচরের উদ্দেশে ছেড়ে যায় নৌবাহিনীর রোহিঙ্গাবাহী তিনটি জাহাজ। সকাল সাড়ে দশটায় চট্টগ্রামে নৌবাহিনীর বোট ক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে যায়।

প্রথম পর্যায়ে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনীর কর্মকর্তারা।

স্বেচ্ছায় যেতে রাজি হওয়া রোহিঙ্গারা জানান, ভাসানচরের সুযোগ-সুবিধার কথা জেনে তাদের ভালো লেগেছে। তাই তারা পরিবার নিয়ে সেখানে যাচ্ছেন। এর আগে গতকাল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের চট্টগ্রাম আনা হয়।

Exit mobile version