Site icon Jamuna Television

আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ: কাদের

আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ: কাদের

আওয়ামী লীগ কারো গায়ে পড়ে ঝগড়া করে না; তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত। এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে এই হুঁশিয়ারি দেন।

এসময়, সরকার বিরোধী নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের ঈর্ষণীয় উন্নয়ন হলেও প্রতিপক্ষ উল্টো সরকারের সমালোচনা করে যাচ্ছে। বিভিন্ন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন তিনি। জানান বিদ্রোহী প্রার্থীদের পরবর্তীতে দলে আর কোন সুযোগ দেওয়া হবে না।

Exit mobile version