Site icon Jamuna Television

রাজশাহী কলেজ সভাপতিসহ শিবিরের ৭ নেতাকর্মী আটক

রাজশাহী কলেজ ছাত্র শিবিরের সভাপতি রায়হান আলীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে হেতেম খাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।

নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরীর হেতেম খাঁ এলাকার একটি ছাত্রাবাসে শিবির কর্মীরা বৈঠক করছে এমন সংবাদে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে রাজশাহী কলেজ ছাত্রশিবিরের সভাপতি রায়হান আলীসহ সাতজনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে জিহাদি ও সাংগঠনিক বই জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য মতে, আটককৃতরা নাশকতার জন্য গোপন বৈঠক করছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পর আদালতে তোলা হবে।

ইউএইচ/

Exit mobile version