Site icon Jamuna Television

হিমছড়ি পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের পর্যটন স্পট হিমছড়ির পাহাড়ে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আলিফ (১২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত কিশোর পর্যটক ঢাকার গাজীপুরের মো. শহিদুল ইসলামের ছেলে।

সঙ্গে থাকা চাচাতো ভাই মোহাম্মদ জিয়া জানান, ৫ দিন আগে তারা ২৪ জন একসঙ্গে কক্সবাজার বেড়াতে আসে। আজ ঢাকা ফেরার কথা ছিল। যাওয়ার আগে হিমছড়ি পাহাড়ে
উঠছিল। উঠার পথে হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে আলিফ। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হিমঘরে রাখা হয়েছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুল হক জানান, সিঁড়ি থেকে পড়ে পর্যটক কিশোরের মৃত্যু হয়েছে বলে জেনেছি।

ইউএইচ/

Exit mobile version