Site icon Jamuna Television

সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি

সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি

সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। শীতের সবজির সরবরাহ বেড়েছে। বেশিরভাগ সবজিই মিলছে, ২৫ থেকে ৪০ টাকার মধ্যে। নতুন পেঁয়াজও পাওয়া যাচ্ছে ৫০ টাকা দরে।

আলুর বাজারে অস্থিরতা কমে আসতে শুরু করেছে; কমে আসছে, নতুন জাতের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। সালাদ সামগ্রীর দরে মিশ্র প্রবণতা। নব্বই টাকায় মিলছে, এক কেজি দেশি টমেটো। তবে শসার দর এখন ৪০ টাকা। আর ৬০ টাকায় মিলছে প্রতি কেজি গাজর।

এদিকে বেগুন, মুলা ও বরবটির কেজি, মানভেদে ৪০ থেকে ৬০ টাকা। মাঝারি আকারের ফুলকপির দাম হাঁকা হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। শিমের দাম কমেছে অর্ধেক নেমেছে। প্রতি কেজি মিলছে ৪০ টাকার মধ্যেই।

তবে স্বস্তি ফেরেনি কাঁচামরিচে। এক কেজির জন্য গুণতে হবে ৮০ থেকে ১০০ টাকা।

Exit mobile version