Site icon Jamuna Television

মাদারীপুরে যাত্রীবেশে চেনতানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, চালক হাসপাতালে

স্টাফ রিপোর্টার:

মাদারীপুরে যাত্রীবেশে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে শহরের লেকের পাড়ে পুলিশ সুপারের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ চালক রোমান মাতুব্বরকে (২২) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোমান কালকিনি উপজেলার ডাসার থানাধীন গোপালপুর গ্রামের রহমান মাতুব্বরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনির মিনাজদী থেকে ৪ জন যাত্রী নিয়ে মাদারীপুরে আসে চালক রোমান। পরে তরলজাত খাবারের সাথে চেনতানাশক মেশায় দুর্বৃত্তরা। মাঝপথে তারা কৌশলে রোমানকে সেই পানি পান করায়। এতে অসুস্থ হয়ে পড়ে রোমান।

পরে রোমানকে দুর্বৃত্তরা শহরের লেকের পাড়ে নিয়ে আসে। অচেতন হয়ে পড়লে পুলিশ সুপারের বাসভবনের সামনে রোমানকে ফেলে রেখে ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপরে পরিবারের লোকজন রোমানকে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আব্দুল হান্নান জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে। অসুস্থ চালক হাসপাতালে ভর্তি রয়েছে।

Exit mobile version