Site icon Jamuna Television

পরপর ১৪টি গান গাইলেন পাবনার রোকসানা তানী

পাবনা প্রতিনিধি:

পাবনাতে অনুষ্ঠিত হয়ে গেলো মনোমুগ্ধকর গানের অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় বন্ধুবান্ধব ‘এসএসসি-৯৫ ব্যাচ’ নান্দনিকের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনার কারণে দীর্ঘ সময়ে দেখা হয়নি বন্ধুদের, তাই ফোনের মাধ্যমে তারা আজ সন্ধ্যায় স্থানীয় আর এম একাডেমি মিলনায়তনে আয়োজন করে এই সঙ্গীত অনুষ্ঠানের। অনুষ্ঠানে পরপর ১৪টি গান পরিবেশন করে শ্রোতা বন্ধুদের মুগ্ধ করেন সঙ্গীত শিল্পী রোকসানা তানী।

মূলত কর্মজীবনের দীর্ঘদিনের দূরত্বকে কমিয়ে আনতে এই আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে সকলের সাথে দেখা হয় ও সম্প্রীতির সম্পর্কটা অটুট রইলো বলে জানান আয়োজকরা। এছাড়া এই সঙ্গীতানুষ্ঠানে গান শুনতে এসেছিলেন স্থানীয় সূধীজনেরাও।

গানের বিষয়ে রোকসানা তানী বলেন, আমি ছোটবেলা থেকেই গান করি। তবে এখন তো আর আগের মত করা হয় না কারণ সংসারের কাজে ব্যস্ত থাকতে হয়। তাই গান থেকে দূরে সরে গিয়েছিলাম। তবে এখানে এসে ভালো লাগছে।

Exit mobile version