Site icon Jamuna Television

কাতারের বিপক্ষে এক পয়েন্ট চায় বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী কাতারের মুখোমুখি বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের শেখ আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

ফিফা র‌্যাংকিংয়ে কাতার যেখানে ৫৯, সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৪। র‌্যাংকিংয়ে কাতারের চেয়ে ১২৫ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ ড্রয়ের স্বপ্ন দেখছে।

ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, কাতারের বিপক্ষে ড্র করাই আমাদের জন্য ভালো ফল হবে। নিশ্চয়ই আমরা চেষ্টা করব এমন কিছু করতে। একটি পয়েন্ট পেলেও লাল-সবুজের দল জয়ের আনন্দে ভাসবে।

১৯৭৯ সালে কাতারের বিপক্ষে ঢাকায় এশিয়ান কাপের বাছাইয়ে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। এরপর তিন সাক্ষাতে একক আধিপত্য দেখিয়ে জয় পায় কাতার।

ইউএইচ/

Exit mobile version