Site icon Jamuna Television

বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের বুকে পতাকা উড়ালো চীন

বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের বুকে পতাকা উড়ালো চীন

বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের বুকে পতাকা উড়ালো চীন। প্রথম দেশ যুক্তরাষ্ট্রের ৫০ বছর পর এই কৃতিত্ব দেখালো বেইজিং।

শুক্রবার পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে পতাকা উড়ানোর ছবি পাঠিয়েছে দেশটির মহাকাশ সংস্থা সিএনএসএ।

বলা হয়, চ্যাং-ফাইভ নামের মহাকাশযানটি নমুনা সংগ্রহ শেষে ফিরে আসার সময় বৃহস্পতিবার চাঁদের মাটিতে চীনের পতাকা ওড়ানোর ছবিটি ধারণ করে পাঠায়।

দেশটির প্রত্যাশা, গেলো মঙ্গলবার অবতরণ করা চন্দ্রযানটি প্রায় দুই কিলোগ্রাম নমুনা সংগ্রহ করে আবারও পৃথিবীতে ফিরে আসবে।

সর্ব প্রথম ১৯৬৯ সালে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর অ্যাপোলো-ইলেভেন অভিযানের সময় সেখানে নিজেদের পতাকা উড়ায় যুক্তরাষ্ট্র।

Exit mobile version