Site icon Jamuna Television

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই কাজ করে যাচ্ছে সরকার: কাদের

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই কাজ করে যাচ্ছে সরকার: কাদের

ভাস্কর্য নিয়ে চলমান বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখভাল করছেন; এছাড়া সৌদি আরবসহ পৃথিবীর সব দেশেই ভাস্কর্য আছে তাই এটা নিয়ে সমস্যা দেখি না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার মতো, ভাস্কর্যের বিষয়টিও সুচিন্তিতভাবে মোকাবেলা করবেন। তাই সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়; প্রধানমন্ত্রী জানেন কিভাবে কি করতে হয়।

সেতুমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। প্রাতিষ্ঠানিক রূপ দিতেই কাজ করে যাচ্ছে সরকার। এছাড়া দেশের একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্র মানে না।

Exit mobile version