Site icon Jamuna Television

আজ থেকে বাংলাদেশে প্রবেশে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক

আজ থেকে বাংলাদেশে প্রবেশে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক

বাংলাদেশে প্রবেশে করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক। এই সনদ না থাকলে দেশে প্রবেশ করতে দেয়া হবে না। আজ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

তবে যদি কোনো এয়ারলাইন্স সনদ ছাড়া যাত্রী পরিবহন করে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে। বিষয়টির সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হবে।

এদিকে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা। বাংলাদেশে আসার আগে সব যাত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করতে হবে। পরীক্ষায় তাদের করোনা ‘নেগেটিভ’ এলে তবেই তারা বাংলাদেশে আসার অনুমতি পাবেন।

তবে কারো মধ্যে করোনা উপসর্গ দেখা গেলে নেগেটিভ সনদ থাকলেও তাকে সরাসরি নির্ধারিত হাসপাতালে নিয়ে পরীক্ষা করে চিকিৎসা দেয়া হবে। যাদের মধ্যে উপসর্গ থাকবে না, তাদের বাড়ি ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

Exit mobile version