Site icon Jamuna Television

ব্রাজিলে ব্রিজ থেকে বাস পড়ে রেললাইনে, নিহত ১৪ (ভিডিও)

ব্রাজিলে ব্রিজ থেকে বাস পড়ে রেললাইনে, নিহত ১৪

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ব্রিজ থেকে অন্তত ৫০ ফুট নিচে এক রেললাইনের উপর পড়েছে চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া বাসটি। স্থানীয় সময় শুক্রবার মানাজ গ্যারিজ অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৬ যাত্রী।

ব্রাজিলে ব্রিজ থেকে বাস রেললাইনে পড়ে থাকার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

দেশটির প্রশাসন জানায়, ৪০ জন যাত্রী নিয়ে জোয়াও মনলিভাদে এলাকায় একটি ওভারপাস থেকে প্রায় ৫০ ফিট নীচে পড়ে যায় বাসটি। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল গুলোতে ভর্তি করা হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। তবে কি কারণে দুর্ঘটনা কবলে পড়ে বাসটি তা জানতে তদন্ত চলছে।

পুলিশ জানায়, ব্রিজ থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায়। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায় বলে পুলিশের প্রাথমিক ধারণা।

অন্যদিকে ব্রিজ থেকে পড়ার আগে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির।

Exit mobile version