Site icon Jamuna Television

বরুণ-নীতুর করোনা পজেটিভ, অনিল নেগেটিভ

বরুণ-নীতুর করোনা পজেটিভ, অনিল নেগেটিভ

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর করোনায় আক্রান্ত। এছাড়া কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে পরিচালক রাজ মেহতার। তার তিনজনই সম্প্রতি ‘যুগ যুগ জিও’ নামে সিনেমার শুটিং করছিলেন। সংক্রমণের কারণে আপাতত ক্লোজ করা হয়েছে ক্যামেরা। বরুন-নীতু ছাড়াও ওই ছবিতে রয়েছেন অনিল কাপুর, কিয়ারা আদভানি ও প্রযুক্তা কোলি।

একটি সূত্র দাবি করে, ভাইরাসে আক্রান্ত অনিল কাপুরও। তবে তার বড় ভাই প্রযোজক বনি কাপুর সেই খবর অস্বীকার করে বলেন, ‘অনিলের রিপোর্ট নেগেটিভ’। তবে ছবির নায়িকা কিয়ারার রিপোর্ট নেগেটিভ।

নভেম্বরে প্রথমবার এই ছবির আউটডোর লোকেশন থেকে অন্যদের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নীতু কাপুর।

স্বামী প্রয়াত ঋষি কাপুরকে স্মরণ করে ক্যাপশনে তিনি লেখেন, এই ভয়ের সময়ে আমার প্রথম বের হওয়া। এই সফরের আগে নার্ভাস ছিল। কাপুর সাহেব, আপনিও এখানে আমার হাত ধরার জন্য নেই। তবে আমি জানি আপনি আমার সঙ্গেই আছেন। এটা করার সাহস দেওয়ার জন্য ধন্যবাদ ‘যুগ যুগ জিও’-কে। আমরা সবাই কোভিড পরীক্ষা করিয়েছি এবং সুরক্ষিত। ছবি তোলার সময় মাস্কটা খুলেছি।

নীতুর পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version