Site icon Jamuna Television

বার্সেলোনাকে হারিয়ে চমক দেখাতে চায় কাদিস

স্প্যানিশ ফুটবল লিগে বার্সেলোনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেয়ার পায়তারা করছে কাদিস। বড় দলকে হারানোর রেকর্ড অবশ্য আছে তাদের। এর আগে ২০১৫ সালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক সৃষ্টি করেছিলো দলটি। এবার তাদের টার্গেট বার্সেলোনা। এর অন্যতম কারণ সম্প্রতি বার্সার পারফরমেন্স খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তাই দলটিকে চেপে ধরতে চাইছে কাদিস।

তবে কাদিস যাই ভাবুক না কেনো মেসি, গ্রিসম্যানদের সাথে তাল মেলানো খুব একটা সহজ কাজ না। গেল কয়েক ম্যাচের পরিসংখ্যান দেখলেই সেটি স্পষ্ট হয়ে যায়। এখন পর্যন্ত দুই দেখায় বার্সেলোনার সামনে দাড়াতেই পারেনি কাদিস। হারতে হয়েছে দু বারই।

লা লিগার পয়েন্ট টেবিলে কাদিসের চাইতে পিছিয়ে রয়েছে লিওনেল মেসির দল। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে কাদিস। আর দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে বার্নাব্যুতে, রিয়াল মাদ্রিদের মাঠে আতিথ্য নিবে সেভিয়া। ফর্মটা ভালো যাচ্ছে না জিনেদিন জিদান শিষ্যদের। তাই বলে প্রতিপক্ষকে কোন রকম ছাড় দিতে নারাজ রিয়াল। শেষ দুই ম্যাচে শাখতার ও আলাভেসের কাছে হেরে বেশ বিপদেই আছেন জিদান। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের।

পরিসংখ্যানের বিচারেও এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। দুই দরের ৫৬ দেখায় রিয়ালের জয় ৩৭টিতে আর হেরেছেন ১৫টি ম্যাচ। বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় মুখোমুখি হবে দল দুটি।

Exit mobile version