Site icon Jamuna Television

সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

এবার সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৫ই জানুয়ারির মধ্যে হর্ন অব আফ্রিকার দেশটি থেকে সরিয়ে নেয়া হবে বেশিরভাগ মার্কিন সেনা। বর্তমানে সোমালিয়ায় প্রায় ৭০০ মার্কিন সেনা অবস্থান করছেন।

আল শাবাব জঙ্গিদের দমনে সোমালিয়ার সামরিক বাহিনীকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গেল প্রায় ১ দশক ধরে সোমালিয়া অস্থিতিশীলতা সৃষ্টি করে আসছে আল শাবাব।

ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এবার সোমালিয়া ইস্যুতেও একই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার পরপরই বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে পর্যায়ক্রমে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প।

Exit mobile version