Site icon Jamuna Television

চীনে কয়লা খনিতে আটকা পড়ে ১৮ শ্রমিকের মৃত্যু

চীনে কয়লা খনিতে আটকা পড়ে প্রাণ গেছে ১৮ শ্রমিকের। কার্বন মনোক্সাইড গ্যাসের আধিক্যের কারণে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানিয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরও ৫ জন। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে।

শুক্রবার চোংকিংয়ে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত শুরু করে উদ্ধার অভিযান। প্রায় দু’মাস বন্ধ থাকার পর খনিটিতে উত্তোলন কাজ শুরুর পরই আটকা পড়ে শ্রমিকরা। চীনে দুই মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় খনি দুর্ঘটনা। নিরাপত্তা বিধি যথাযথ পালন না করার কারণে প্রায়ই এ ধরণের দুর্ঘটনার শিকার হয় শ্রমিকরা।

ইউএইচ/

Exit mobile version