Site icon Jamuna Television

কাতারের বিপক্ষে হেরে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জিকো

বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ফিরতি ম্যাচে কাতারের সাথে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ব্যাপারটা স্বাভাবিক কারণ শক্তির দিক থেকে কাতার বহুগুণ এগিয়ে বাংলাদেশের চাইতে। তার সাথে যুক্ত হয়েছে দলের খেলোয়াড়রা তাদের স্বাভাবিক ফুটবল খেলতে পারেননি। ফলে জয়ের ব্যবধানটা বেশ বড় হয়েছিল। ফুটবল বিশ্লেষকদের মতে এই হারটা ২-০ গোলে যদি হতো তাহলেও ঠিক ছিলো।

হেরেছে বাংলাদেশ কিন্তু কোটি মানুষের মন জিতেছে বাংলাদেশের গোল কিপার জিকো। বসুন্ধরা কিংসের এই কিপারকে চকম দেখেয়েই মাঠে নামিয়েছিলো জেমি ডে। আশরাফুল রানাকে বসিয়ে নবীন এই কিপারকে মাঠে নামিয়ে যে ভুল করেননি কোচ মাঠে তার প্রমাণ ঠিকই দিয়েছেন জিকো।

ম্যাচ শেষে তিনি তার ফেসবুক পেজে কাতার মিশন নিয়ে লিখেছেন ‘জাতীয় দলের হয়ে এটা আমার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা। এই ম্যাচ থেকে আমি বড় শিক্ষা অর্জন করেছি। তবে আমি এ ম্যাচে অপ্রত্যাশিত হারের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

Exit mobile version