Site icon Jamuna Television

মুমিনুলের জায়গায় চট্টগ্রাম দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার রুয়েন

চট্টগ্রামের ব্যাটসম্যান মুমিনুল হকের পরিবর্তে দলে আনা হয়েছে তরুণ পেসার রুয়েন মিয়াকে। শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যানেজার। ১৯ বছর বয়সী রুয়েন এরই মধ্যে যোগ দিয়েছেন দলের সাথে।

অনুশীলন শেষে চট্টগ্রামের ম্যানেজার সাংবাদিকদের জানান ‘আমরা মুমিনুলের পরিবর্তে রুয়েল মিয়াকে দলে নিয়েছি। এরইমধ্যে সে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে। আশা করছি সে আমাদের ভালো সার্ভিস দিতে পারবে।

এর আগে গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুমিনুল। সামনে উইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে টাইগারদের টেস্ট ক্যাপ্টেনকে ইনজুরি মুক্ত করত অস্ত্রোপচারের জন্য দুবাই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Exit mobile version