Site icon Jamuna Television

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সপ্তম রাউন্ডেই মাঠে ফিরতে পারেন মাশরাফী

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সপ্তম রাউন্ডেই মাঠে ফিরতে পারেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে তার আগে তাকে দিতে হবে ফিটনেস টেস্ট। বিসিবি পক্ষ থেকে বলা হয়েছে রোববার অথবা সোমবার হতে পারে তার এই টেস্ট।

মাশরাফীকে পেতে জেমকন খুলনা আর ফরচুন বরিশালের সাথে লড়াইয়ে নেমেছে রাজশাহী। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ রোববার। সপ্তম রাউন্ড থেকেই ম্যাশের সার্ভিস পেতে মরিয়া দলগুলো। আর এই লিগের শেষ দুই রাউন্ড খেলার সুযোগ করে দিতে সোমবারের মাঝেই সাবেক এই অধিনায়কের ফিটনেস টেস্ট নিতে চাচ্ছে বিসিবি।

তবে সংশয় এখন ৯ মাস খেলার বাইরে থাকা মাশরাফীর বিপ টেস্টের ন্যূনতম স্কোর ১১ টপকানোর সক্ষমতা নিয়ে। তবে অভিজ্ঞতার বিবেচনায় তাকে ছাড় দিতে প্রস্তুত রয়েছে বোর্ড। মাশরাফীর ক্ষেত্রে দেখা হবে ৪ ওভার বোলিং করার মতো ফিটনেস। এর আগে অবশ্য এমন ছাড় দেওয়া হয়েছিল সাকিবকেও।

ইউএইচ/

Exit mobile version