Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন সিরাজগঞ্জের সাংবাদিক সুকান্ত সেন

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন আরটিভির স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুকান্ত সেন (৪৬)।

শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুকান্ত সেনের স্ত্রী স্বপ্না সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সুকান্ত সেনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২২ নভেম্বর সাংবাদিক সুকান্ত সেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৫ নভেম্বর তাকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে তার মরদেহ নেয়া হলে সেখানে প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের নেতৃত্বে সকল গণমাধ্যম কর্মীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশসহ শ্রদ্ধা জানান। তার মৃত্যুতে সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না শোক বার্তা পাঠিয়েছেন।

সুকান্ত সেন মৃত্যুর আগ পর্যন্ত বেসরকারি টিভি চ্যানেল আরটিভির সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক যুগের কথার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

Exit mobile version