Site icon Jamuna Television

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রোববার সকাল সোয়া ৭টা থেকে ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েক’শ যানবাহন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, রোববার ভোর থেকেই পদ্মায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে যায়। ফলে সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এসময় মাঝ নদীতে কয়েকটি ফেরি আটকা পড়েছে। তবে তাৎক্ষনিক এর সংখ্যা জানাতে পারেননি তিনি।

এছাড়া কুয়াশা কেটে গেলে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল পুনরায় শুরু হবে বলে জানান মহিউদ্দিন রাসেল।

Exit mobile version