Site icon Jamuna Television

রাতে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল

কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। রাত ৩টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছেছে।

৩৮ সদস্যের দলের ৩২ জন ফিরেছেন রাতে। ৫ বিদেশি কোচিং স্টাফের অধীনে প্রস্তুতি নিয়ে শুক্রবার কাতারের কাছে ৫ গোলে হেরেছে বাংলাদেশ। কাতারের মতো দলের সাথে এমন ফলাফল অনেকটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন জাতীয় দলের খেলোয়াড় ও কোচ। তবে প্রস্তুতি আরও বেশি থাকলে এমন ফলাফল হতো না বলেও দাবি করেন খেলোয়াড়রা।

এদিকে, জেমি আর স্টুয়ার্টের মতো গোলরক্ষক কোচ ক্লিভলি, ফিটনেস কোচ ইভান ও ফিজিও জুয়ানও দোহা থেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন। এই তিন জনের সঙ্গে বাফুফের চুক্তি শেষ হয়েছে। জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলো সামনে রেখে তাদের সঙ্গে নতুন করে চুক্তি করবে বাফুফে।

ইউএইচ/

Exit mobile version