Site icon Jamuna Television

কক্সবাজারে দেড় লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে দেড় লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শনিবার রাতে পালংখালী ইউপি’রথ্যাইংখালী রহমতের বিল নামক স্থান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের বালুখালী বিওপির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবাকারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

উক্ত সংবাদের ভিত্তিতে পালংখালী ইউপি’রথ্যাইংখালী রহমতের বিল নামক স্থানে ফাঁদ পেতে থাকে। একপর্যায়ে শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ৫/৬ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা বস্তা ফেলে ঘনকুয়াশার আড়াল নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল উক্ত স্থান হতে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে আনুমানিক দেড় লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

ইউএইচ/

Exit mobile version