Site icon Jamuna Television

আমরা এখনো জয়ী হতে পারি: ট্রাম্প

নির্বাচনী ব্যবস্থায় সংস্কার চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ায় নির্বাচন পরবর্তী প্রথম সমাবেশে আবারও দাবি করেন জালিয়াতির মাধ্যমে জয়ী হয়েছেন জো বাইডেন। এখনও তার জয়ের সুযোগ আছে বলেও জানান।

ট্রাম্প বলেন, ফল পরিবর্তনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন তিনি। ভোটার আইডিতে পরিবর্তনের কথাও জানান ট্রাম্প।

আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে প্রচারণার উদ্দেশ্যেই মূলত ট্রাম্পের জর্জিয়া সফর। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সিনেট নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান সমাবেশে।

ট্রাম্প আরও বলেন, তারা প্রেসিডেন্ট নির্বাচনের ফল চুরি করেছে। হারলে ঠিকই মেনে নিতাম। তবে কোনো জোচ্চুরি মেনে নেয়া যায় না। খুব দ্রুত সুপ্রিম কোর্টে যাবো। এখনও আমরা জিততে পারি। জয়ী হলে ভোটার আইডিসহ পুরো নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। ৫ জানুয়ারি সিনেট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে আমাদের হোয়াইট হাউজে ফেরার রাস্তা তৈরি হবে।

Exit mobile version