Site icon Jamuna Television

৪৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

৪৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

৪৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন। আগামী ১৩ জানুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায়, ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি নতুন দিন ধার্য করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। পরদিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডি’কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

Exit mobile version