
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের সিসি ক্যামেরার ফুটেজ মিলেছে। তাতে দেখা যায়, এতে দুই যুবক জড়িত।
শুক্রবার রাত সোয়া দুইটার দিকে তারা হেটে আসছেন ভাস্কর্যের কাছে। এরপর মই বেয়ে উপড়ে উঠে ভাস্কর্য ভাঙচুর করে।
পুলিশ সুপার জানিয়েছেন, ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রেফতারে চলছে অভিযানও। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতের আঁধারে পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর চালানো হয়।
এদিকে, ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই ঘটনার প্রতিবাদে বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশ করবে জেলা আওয়ামী লীগ।
ইউএইচ/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply