Site icon Jamuna Television

মারা গেলেন অভিনেতা মনু মুখোপাধ্যায়

মারা গেলেন অভিনেতা মনু মুখোপাধ্যায়

কলকাতার বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় মারা গেছেন। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। খবর সংবাদ প্রতিদিনের।

রোববার সকালে প্রবীণ এই অভিনেতার মৃত্যু হয়।

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তার প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়।

অভিনয় করেছেন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান সহ একাধিক বাংলা ছবিতে। ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

Exit mobile version