Site icon Jamuna Television

হাজী সেলিমের কোল্ড স্টোরেজের প্রাচীর গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ

নদীর জায়গা দখল করে গড়ে ওঠা হাজী সেলিমের মালিকানাধীন চাঁন সরদার কোল্ড স্টোরেজের সামনের প্রাচীর গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।

রোববার দুপুর ১২টায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় সোয়ারীঘাটে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সীমানা থেকে কোথাও ২০ ফুট আবার কোথাও ৫০ ফুট পর্যন্ত দখলে নিয়েছে দখলদাররা। বেশিরভাগ স্থাপনাই একতলা টিনের ঘর। এর মধ্যে অবৈধ স্থাপনা আছে কয়েকশ।

হাজী সেলিমের চাঁন সরদার কোল্ড স্টোরেজও আছে নদীর জায়গায়। এছাড়া মদিনা ট্যাংকের গোডাউনও গড়ে তোলা হয়েছে বুড়িগঙ্গা নদীর জায়গায়।

ইউএইচ/

Exit mobile version