Site icon Jamuna Television

মুশফিকদের দেয়া ১৪৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে গাজী গ্রুপ চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে মুশফিকুর রহিমের অপরাজিত ৭৩ রানের ওপর ভর করে চট্টগ্রামকে ১৪৬ রানের টার্গেট দিয়েছে ঢাকা।

মিরপুরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ঢাকা। জবাবে ১৪৬ রানের টার্গেটে ব্যাট করছে চট্টগ্রাম।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। দ্রুতই প্রতিপক্ষের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে ঢাকাকে চেপে ধরে চট্টগ্রামের বোলাররা। একমাত্র মুশফিকুর রহিম ও ইয়াসির আলী ছাড়া কেউই দাঁড়াতে পারেনি ক্রিজে।

দলের হয়ে ৫০ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। আর ইয়াসির আলী করেন ৩৪ রান। চট্টগ্রামের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, রাকিবুল, শরিফুল ও নাহিদুল। জবাবে টানা পঞ্চম ম্যাচে জয়ের লক্ষে ব্যাট করছে লিটন সৌম্যরা।

Exit mobile version