Site icon Jamuna Television

একাডেমি কাপ ক্রিকেটে সিসিএসকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে শেখ জামাল

একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রোববার সকালে সিসিএস ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল।

সকালে সিটি ক্লাব মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামালের বোলারদের তোপের মুখে ১৩৩ রানেই থেমে যায় সিসিএসের ইনিংস। শেখ জামালের পক্ষে হিমেল নিয়েছেন ২ উইকেট। তিনটি উইকেট শিকার করেন শাওন।

জবাবে, ১৩৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শাওন ও হিমেলের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভার ২ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের পক্ষে ১৬ বলে ৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মনতাজুর। শাওন খেলেন ৩৯ রানের ইনিংস।

আগামীকাল সোমবার সেমিফাইনাল ম্যাচে সিটি ক্লাব ওরিয়র্সের বিরুদ্ধে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Exit mobile version