Site icon Jamuna Television

বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

আখাউড়া-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের শাহজিবাজার রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ওই ট্রেনটি দুপুর ১২টার দিকে শাহজীবাজার রেল স্টেশনের কাছে পৌঁছালে লাইন চেঞ্জার পয়েন্ট অতিক্রম করার পর ইঞ্জিন এক লাইনে এবং বগিগুলো অন্যলাইনে চলে যায়। এতে ৪টি বগি লাইনচ্যুত হলেও দুটি বগি উল্টে যায়। উল্টে পড়া বগিগুলো থেকে চারদিকে তেল ছড়াতে শুরু করলে স্থানীয় লোকজন এসব তেল সংগ্রহে ভিড় জমান। এদিকে ইঞ্জিন ও বগি দু’দিকে চলে যাওয়ায় রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এখনও উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেনি বলে জানা যায়। এদিকে ঢাকাগামী জয়ন্তিকা, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

Exit mobile version