Site icon Jamuna Television

সিলেটে শিশু ট্যুরিস্ট গাইডকে হত্যা

সিলেটের জাফলং এ এক শিশু ট্যুরিস্ট গাইডকে খুন করে ক্যামেরা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বেলা আড়াইটার দিকে জাফলং এর মায়াবী ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম উজ্জল আহমদ। সে স্থানীয় আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। করোনা কালীন সময়ে স্কুল বন্ধ থাকায় সে ট্যুরিস্ট গাইডের হিসেবে কাজ করে আসছে।

স্থানীয়রা জানায়, বেলা দেড়টার দিকে দুই জন পর্যটক নিয়ে সে মায়াবী ঝর্ণা এলাকায় যায়। পরে বেলা আড়াইটার দিকে অন্য পর্যটকরা সেখানে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সেখান থেকে উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানায় আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ এসময় তার শরীরে ১৮টি ছুরির আঘাত পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানান।

পুলিশ ও স্থানীয়দের ধারণা সেই এলাকা নির্জন থাকায় তাকে ছুরিকাহত করে ক্যামেরা ও মোবাইল নিয়ে গেছে পর্যটক বেশে থাকা দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে।

Exit mobile version