Site icon Jamuna Television

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌযান চলাচল বন্ধ

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত দেড়টা থেকে নদীতে ঘন কুয়াশায় সৃষ্টি হলে নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

নৌযান চলাচল বন্ধে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, রাতে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এবং ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি বলেন, রাত থেকেই শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় কয়েক শতাধিক যানবাহন। আর মাঝনদীতে ৪ থেকে ৫টি ফেরি আটকে আছে। তবে ফেরিগুলোর সাথে যোগাযোগ করা যায়নি বলে সঠিক সংখ্যাটি নেওয়া সম্ভব হয়নি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল সচল হবে।

Exit mobile version