Site icon Jamuna Television

১২ হাজার ৬৩৮টি হীরকখণ্ড দিয়ে তৈরি হলো আংটি!

১২ হাজার ৬৩৮টি হীরকখণ্ড মাত্র একটি আংটিতে! এমন একটি আংটি দিয়েই গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে ভারতের মিরাট শহরের নাম তুললো এক গয়না ব্যবসায়ী। হরসীত বনসাল নামের এই ব্যক্তি রেনানি জুয়েলস নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

রেনানি জুয়েলসের দাবি, এটাই বিশ্বের সর্বোচ্চ হীরা সম্বলিত আংটি, যেটিকে ‘মি ম্যারিগোল্ড’ হিসেবে নামকরণ করেছে গহনা প্রতিষ্ঠানটি। আংটির ওজন ১৬৫ গ্রামের বেশি।

রেনানি আরও জানিয়েছে, তিন বছরের পরিশ্রমের ফল গহনাটি। যাতে, বিশ্বের সব প্রান্ত থেকে সেরা মানসম্পন্ন হীরা বসানো হয়েছে। যেগুলোর সব ৩৮ ক্যারেটের প্রাকৃতিক হীরা। এর আগে, ৭ হাজার ৮০১টি হীরা বসানো একটি আংটি ছিলো তালিকার শীর্ষে।

দুই বছর আগে সুরাটে জুয়েলারি ডিজাইন বিষয়ে পড়তে গিয়ে আংটি তৈরির এই আইডিয়া হরসীত বানসালের মাথায় আসে। প্রাথমিকভাবে ১০ হাজার টুকরো হীরা দিয়ে আংটি তৈরির পরিকল্পনা ছিল তার। অনেক ডিজাইন ও আইডিয়া নিয়ে কাজ করার পর বর্তমান ডিজাইনটি চূড়ান্ত করেন হরিশ।

ইতোমধ্যে অনেকেই তার ডিজাইন করা হীরার আংটিটি কিনতে চেয়েছে বলে জানান হরসীত। তিনি বলেন, এটি এখনই বিক্রি করার কোনো পরিকল্পনা নেই আমাদের। এটা অমূল্য এবং আমাদের গর্বের।

Exit mobile version