Site icon Jamuna Television

জেলায় জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি

হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্টদ্রোহী মামলা করার দাবি জানিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি করেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন কমিটি আহ্বায়ক ড. আওলাদ হোসেন বলেন, দেশের জেলায় জেলায় জাতির পিতার ভাস্কর্য স্থাপন করতে হবে। বঙ্গবন্ধুর নামে হাত দিয়েছেন, মানুষ ক্ষমা করবে না।

তিনি বলেন, বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধী যারাই মাথা চাড়া দিয়ে উঠবে তাদের অবস্থা হবে সাকা চৌধুরীদের মতো। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা হলো বলেও উল্লেখ করেন তিনি। বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত পরিষদ মাঠে থাকবে বলেও জানানো হয়।

Exit mobile version