Site icon Jamuna Television

হংকং ইস্যুতে আরও ১৪ চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

হংকং ইস্যুতে আরও ১৪ চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হংকংয়ের নির্বাচিত আইনপ্রণেতাদের স্বীকৃতি না দেয়ায় বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের এ পদক্ষেপ।

নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারেন, চীনের পার্লামেন্ট, ন্যাশনাল পিপলস কংগ্রেস ও ক্ষমতাসীন দলের সদস্যরা। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে তাদের ওপর। হংকংয়ের কয়েকজন কর্মকর্তার নামও উঠতে পারে তালিকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহেই আসতে পারে ঘোষণা। গত মাসে হংকংয়ের আইনসভা থেকে বহিষ্কার করা হয় চার বিরোধী দলীয় সদস্যকে।

Exit mobile version