Site icon Jamuna Television

করোনা পজিটিভ তাই পিপিই পরেই বিয়ের আসরে কনে

বিশেষ সুরক্ষা পোশাক পিপিই পরেই বিয়ের আসরে বসতে হলো ভারতের এক নবদম্পতিকে। বিয়ের সকালে কনের করোনা পজিটিভ আসায় বিশেষ ব্যবস্থায় সারতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

রোববার রাজস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, দু’দিন আগে কনের চাচার করোনা শনাক্ত হওয়ায় পরিবারের সবার নমুনা শনাক্ত করে কর্তৃপক্ষ। রোববার বিয়ের পূর্বনির্ধারিত দিনের সকালে কনের রিপোর্ট পজিটিভ আসে। তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।

তবে সব প্রস্তুতি সম্পন্ন থাকায়, প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুই পরিবার। নবদম্পতি ছাড়া অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন কেবল বর-কনের বাবা-মা ও পুরোহিত। পিপিই পরতে হয়েছে সবাইকেই।

Exit mobile version