Site icon Jamuna Television

‘রাজাকার তালিকা’ তৈরির বিধান রেখে মন্ত্রিসভায় ‘জামুকা’ আইনের খসড়া অনুমোদন

রাজাকারদের তালিকার বিধান রেখে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়ে।

পরে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকা রাজাকারদের তালিকা করবে। মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিয়ে অবৈধভাবে সুযোগ সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি জানান, মুক্তিযাদ্ধা ও মুক্তিযাদ্ধা সংগঠনের নিবন্ধন কিভাবে হবে তা আইনে উল্লেখ থাকবে। এছাড়া মন্ত্রিসভায়, ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Exit mobile version